করোনায় আক্রান্ত সমাজকর্মি সৈয়দ মিজান আর নেই

ব্রেকিংস প্রতিবেদন : :
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দ মরহুম সৈয়দ সদরুল ইসলামের পুত্র সৈয়দ মিজান আর আমাদের মাঝে নেই। (ইন্নালি...রাজিউন)।
তিনি করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছু দিন যাবৎ শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিডনী ট্রান্সপ্ল্যান্টের রোগী সৈয়দ মিজান আহমেদ অদ্য ২১ আগস্ট রাত ১.৩০ মিনিটের সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সিলেটের বসবাসরত সৈয়দপুরের যুব সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৈয়দপুুর যুব পরিষদের নেতৃবৃন্দ স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করছেন।
তার জানাযার নামাজের সময় সূচি এখনও জানা জায় নি।